চিংথোয়াই অং মার্মা, থানচি: চট্টগ্রামের এই হেডম্যান কারবারীদের শৃঙ্খলার অনেক কিছু আছে। সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক আছে, বান্দরবান পাবর্ত্য জেলা হেডম্যান এসোসিয়েশন আছে, যদিও বা এদের অনেকটা রিলেটিভ। তবে হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের নেতৃত্ব কিন্তু বিতারিত বিগত ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট একটা সংগঠন ছিল বলে বান্দরবানে থানচিতে সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভায় অতিথি'র বক্তব্যে এসব কথা বলেছেন জেলা পরিষদের সদস্য ও বিএনপি সভাপতি খামলাই ম্রোঃ।
তিনি আরো বলেন, এখানে নেতৃত্বদানে আছেন বর্তমানেও, তাদেরকে অনুরোধ করবো ওই মন-মানসিকতার থেকে বেরিয়ে এসে প্রথাগত পদ্ধতিতে অনুসরণ করে এখানকার হেডম্যান কারবারীরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওই ধরনে কর্মসূচি গ্রহন করেন।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বোমাং সার্কেল হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি ও হেডম্যান বাথোয়াইচিং মারমা সভাপতিত্বে “হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি” এই প্রতিপাদ্যকে ধারণ করে থানচি উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য প্রাপ্তি ৩জন সদস্যদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি'র বক্তব্য দিতে গিয়ে অন্যদিকে জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা বলেছেন, দেশের রাজনীতি দলে বিএনপি কিংবা আওয়ামীলীগের সরকারের শাসন আসলে আমাদের হেডম্যানরাও কেন জানি সব তাদের সব হয়ে যায়। কারবারীরাও হয়ে যাচ্ছে, এটা বাস্তবতা পরিস্থিতি পাহাড়ে। এসব ফলে বিভাজন সৃষ্টি তৈরী ঘটে। এই প্রতিষ্ঠানকে এমনভাবে সাঁজানো দরকার যেন সম্মানে সাথে, গৌরবের সাথে এবং নিজের ওজনে সাথে হচ্ছে এ প্রতিষ্ঠান চলতে পারে। এটার জন্য আর্থিক সক্ষমতা জন্য একটা সম্মানি দিতে হবে সরকারের তরফে থেকে।
সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা তিনি আরো বলেন, একই সাথে এই প্রতিষ্ঠানের তথাগত নেতৃত্ব রাজনীতিতে যুক্ত হবে কি? হবে না! এখানে মদদপুষ্ট থাকলে প্রথাগত নেতৃত্ব যদি স্বাধীনভাবে কাজ করতেই না পারে। তাহলে তাদের প্রথা টিকিয়ে রাখবে কে? মনে রাখার উচিত যে, রাজনীতি একটা জিনিস, তথাগত নেতৃত্ব আরেকটা জিনিস।
সভায় হেডম্যান মুইশৈথুই মারমা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানার অফিসার (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বোমাং সার্কেলের জেলা হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিংহ্লা মারমা প্রমূখ। এছাড়াও সাংবাদিক, ১১জন মৌজা প্রধান হেডম্যানগণ, বিভিন্ন গ্রামে থেকে পাড়াপ্রধান কারবারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা