
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
পিরোজপুরের স্বরূপকাঠী বাস টার্মিনালের বেহাল দশা, চরম দুর্ভোগে চালক ও যাত্রী

মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার একমাত্র বাস টার্মিনালের চরম বেহাল দশা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় টার্মিনালটি এখন ময়লা-আবর্জনায় ভরপুর ও খানাখন্দে ভরা। এতে চালক, শ্রমিক ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পুরো টার্মিনাল এলাকাজুড়ে পানি জমে যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধযুক্ত পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এছাড়া বসার স্থান, টয়লেটসহ অন্যান্য ন্যূনতম সুযোগ-সুবিধারও মারাত্মক ঘাটতি রয়েছে।
আব্দুর রহিম নামে একজন বাস চালক এই প্রতিবেদককে বলেন , রাস্তার অবস্থাও খারাপ, আবার টার্মিনালে এসে যাত্রী নামাতে বা উঠাতে গিয়ে অনেক কষ্ট হয়। যাত্রীদের বসার জায়গা নেই, চারদিকে ময়লার দুর্গন্ধ।
হুরে জান্নাত নামের একজন নারী যাত্রী বলেন, নারী যাত্রীদের জন্য টার্মিনালে নিরাপদ কোনো পরিবেশ নেই। বসার জায়গা নেই ভালো মানের টয়লেট নেই, বসার জায়গাও মারাত্মক অপরিচ্ছন্ন। মহিলা ও শিশুদের জন্য এখান থেকে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণের দাবি, দ্রুত টার্মিনালের সংস্কার কাজ শুরু না হলে তাদের আন্দোলনে নামতে হবে।
বাস কাউন্টার পরিচালনাকারী মোঃ আব্দুল হাকিম বলেন, টার্মিনালের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় কাদা ও পানি। যাত্রী ও চালকদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার দরকার।
কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, কিছুদিন আগে সামান্য সংস্কার হয়েছিল, কিন্তু সেটা টেকেনি। এখন পানিতে কাদা মিশে পুরো টার্মিনাল ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।
স্বরূপকাঠী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খান জানান, "টার্মিনাল সংস্কারের জন্য আমরা একাধিকবার প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু বরাদ্দ পাইনি। বরাদ্দ এলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে।"
এ বিষয়ে স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদুল ইসলাম বলেন, বাস টার্মিনালে বর্ষায় পানি ও কাদা জমে যাওয়ায় সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব সেখানে আরসিসি ঢালাই দিয়ে উন্নয়নকাজ করা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য একটি ছাউনির ব্যবস্থার কাজ চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা