মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুরে ওয়াল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে স্থানীয় পর্যায়ে শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তন কক্ষে শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিপাদ্যকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু ও যুবদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীল হওয়া, তাদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "আমাদের স্বপ্ন দেখতে হবে, আমাদের শিক্ষা অর্জনের মাধ্যমে শিখেতে হবে৷ মনে করতে হবে আমি আমার জন্য যদি কিছু করতে পারি সেটা হবে আমার নিজের জন্য, আমার দেশের জন্য এবং সর্বপরি আমার পরিবারের জন্য।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সহ: যুবউন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, ওয়াল্ড ভিশন পিরোজপুর এপি ম্যানেজার মিল্টন সিং, পিরোজপুর এপি চাইল্ড প্রোটেকসন অফিসার লিউনিডাস বৈদ্য, প্রোগ্রাম অফিসার মার্সিয়া হালদার এবং প্রোগ্রাম অফিসার রিপন হালদারসহ ওয়াল্ড ভিশন পিরোজপুর এপির বিভিন্ন ফেসিলিটেটরবৃন্দ ।
অনুষ্ঠান শেষে ১০০০ শিশুদের মধ্যে ডেঙ্গু মসার থেকে সচেতন বৃদ্ধি ও নিরাপদ থাকার জন্য মশারী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা