
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মিহির মন্ডল, পিরোজপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৭৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ৬ নং ওয়ার্ড বিএনপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সদস্য এহসানুল কবির (লীন) পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষা ও মুক্তির পথনির্দেশনা। এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর বিএনপি কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও আলোচনা সভার মাধ্যমে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা