পীরগঞ্জ প্রতিনিধি: "জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই"- এই স্লোগানকে সামনে রেখে দেড় হাজার শিক্ষক-কর্মচারী বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির ব্যানারে মানববন্ধন করেছে। পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দেওয়ার প্রতিবাদে ওই মানববন্ধন হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই কর্মসুচি পালিত হয়।
সম্প্রতি সরকার কিন্ডারগার্টেন সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না জানিয়ে প্রজ্ঞাপন জারি করে। ও প্রজ্ঞাপন বাতিলের দাবীতে প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারী মানববন্ধন করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলায় শতাধিক কেজি স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে দেড় হাজার শিক্ষক পাঠদান করে আসছেন। ওইসব প্রতিষ্ঠানের শিশুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করায় মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষাকে বৈষম্যের হাতিয়ার করলে অসুস্থ হবে জাতি, অন্ধকারে নিমজ্জিত হবে সমাজ। বিগত সরকারের আমলে সরকারি বই, সমাপনী ও বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগসহ অন্যান্য সুবিধা পেলেও বর্তমান সরকার কোমলমতি শিশুদের মেধা বিকাশে অন্তরায় হয়েছে। অথচ বিগত সরকারকে বৈষম্যের অভিযোগে ছাত্র-জনতা আন্দোলন করে হটিয়েছে। তাই আমরা এই সরকারের কাছে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবী করছি। বক্তব্য রাখেন, শিক্ষক নেতা ওয়াহেদুল ইসলাম সাইদুর, মোতাল্লেব মিয়া, মিজানুর রহমান প্রমুখ।
ক্যাপশন: রংপুরের পীরগঞ্জে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবীতে শিক্ষকদের মানববন্ধন পালিত।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা