পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে দু’ঘন্টার অভিযানে মাদক সম্রাট মিন্টু (৪৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। উপজেলার চতরা ইউপির ইকলিমপুর গ্রামের মৃত-আব্দুল গফুর মিয়ার ছেলে সে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগষ্ট রোববার রাত ৯ টা থেকে ১১টা পযর্ন্ত অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও মাদক সেবনের নানাধরনের সরাঞ্জামাদীও উদ্ধার করে ৷
যৌথবাহিনী সূত্রে জানা যায়, মাদক সম্রাট মিন্টু দীর্ঘদিন ধরে চতরা এলাকায় অবৈধ মাদকের কারবারে সাথে জড়িত। এর আগেও মিন্টুর নামে পীরগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মাদক সম্রাট নামে খ্যাত মিন্টুর অবস্থানের তথ্য গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে সেনা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং রাতেই পীরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী মিন্টুকে গ্রেফতারে চতরার ইকলিমপুরে অভিযান চালিয়ে মিন্টুকে তার নিজবাড়ী থেকে গ্রেফতার করে। এ অভিযানে ১৮ জন সেনা ও ৬ পুলিশ সদস্যের একটি দল অংশ গ্রহন করেন।
এ সময় মিন্টুর কাছ থেকে ৩'শ ২০ পিচ ইয়াবা, মোবাইর ফোন ৬ টি,ডিজিটাল মাদক পরিমাপক মেশিন ১টি কাঁচি, নগদ ৩৫ হাজার ৫০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মিন্টুকে রাতেই পীরগঞ্জ থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক সম্রাট মিন্টুকে গতকাল সোমবার সকালে রংপুর কোর্টে প্রেরণ করে
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা