মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) : সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে শনিবার দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম,পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ,সাপ্তাহিক বজ্রকথার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, শিক্ষক সমিতির সম্পাদক কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু, মহিলা কলেজের অধ্যাপক আলমগীর হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী পলাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা