মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেড কর্তৃক পীরগঞ্জ সেনা ক্যাম্পের আয়োজনে উপজেলার কুমেদপুর, মদনখালি, পীরগঞ্জ, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চতরা, কাবিলপুর ও পৌরসভার সাড়ে ৪শ’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের অধিনে ৩৪ ইস্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্টেন্ট কর্নেল আবু মো. শাহারিয়ার মিথুন সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা