
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
পীরগঞ্জে ২ বাসের সংঘর্ষে নিহত১ আহত -২০

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ১ আর ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।এতে মারা যায় সাতক্ষীরার কালিগঞ্জের পশিমী মৌতলা খানাবাড়ি এলাকার মৃত সামদানি খানের পুত্র আসলাম খান (৪৫)।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাস সাদিকা তালুকদার পরিবহন যাত্রী নামাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাস রংপুর এক্সপ্রেস সাদিকা তালুকদার পরিবহনের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে রংপুর এক্সপ্রেস-এর সম্মুখভাগ এবং সাদিকা তালুকদার পরিবহনের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে প্রায় ২০ জন আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি। গুরুতর অবস্থায় ৬-৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয় জনসাধারণ, ফাঁড়ির পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। গাড়ি ২টি ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা