অনলাইন ডেস্ক: ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে সংলাপ চলমান রাখতে আগ্রহী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন।
বৃহস্পতির ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, মস্কোর সঙ্গে শুধুমাত্র তুরস্ক আলোচনা চালিয়ে যাবে, এমনটি হওয়া উচিত নয়।ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোন। দীর্ঘ বিরতির পর গত ১৯ আগস্ট তারা সর্বশেষ টেলিফোনে কথা বলেন।
ম্যাঁক্রনের সঙ্গে ঝগড়াটে সম্পর্ক থাকা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ইতোমধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। এরদোয়ান পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।
এলিসি প্রাসাদে এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব শক্তির মধ্যে শুধু তুরস্ক রাশিয়ার সঙ্গে আলোচনা চলমান রাখবে এটা কে চায়? এমন মিথ্যা নৈতিকতা প্রদান করা উচিত নয়, যা আমাদের শক্তিহীন রাখে। সূত্র: ফ্রান্স২৪
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা