মফিজুর রহমান পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় মাটিকাটা ও গাছ পাচারে বাঁধা দেওয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ অফিসের টইটং বনবিট অফিসারের উপর হামলা ও হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
( ১৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ১২টার দিকে পেকুয়া উপজেলা টইটং ইউনিয়নের টইটং ফরেস্ট অফিসের পূর্বপাশে কেরুনছড়ি রাস্তার মাথায় টইটং সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে গাছ পাচার ও পাহাড় কাটতে বাঁধা দেওয়ায় বিট কর্মকর্তা মোঃ জমির উদ্দীনকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করেছে।
ইইটং ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের কাছারি পাহাড় এলাকার নুরুল হকের পুত্র আলোচিত বোরকা বাহিনীর সদস্য সরকারি বনমামলাসহ একাধিক মামলার আসামি মো. কাইছার উদ্দিন ও ৪নং ওয়ার্ডের মফিজুর রহমানের ছেলে মো,রুবেল (৩০)সহ অজ্ঞাত ২/৩জন লোক।
টইটং বিট কর্মকর্তা মোঃ জমির উদ্দীন বলেন, দুপুরে অফিস সময়কালে বিশেষ সূত্রে জানতে পারি সরকারি বনবিভাগের জায়গায় রাস্তার মাটি কেটে রাস্তা তৈরি, মাটি বিক্রি ও গাছ কাটার খবর পেয়ে সরজমিনে গিয়ে এলাকার মানুষের কাছে জানতে চাইলে হটাৎ ওতপেতে থাকা পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী বোরকা বাহিনীর সদস্য মোঃ কাইছার ও রুবেল সহ অজ্ঞাত কয়েক জন লোক আমার উপর অতর্কিত গালিগালাজ বিভিন্ন ভয়ভীতি হুমকি ধমকি দিয়ে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসলে স্থানীয় ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মসৃজন প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা আমাকে উদ্ধার করে। তিনি আরো বলেন,যতদিন পর্যন্ত বনবিভাগে কর্মরত আছি ততক্ষণ পর্যন্ত অবৈধভাবে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না সরকারি সংরক্ষিত পাহাড়ি এলাকায়। আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করিলে ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই করেন পেকুয়া থানা প্রশাসন ও বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা।
এই বিষয়ে অভিযুক্ত কাইছার ও রুবেলকে খোঁজে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে ছিলাম আমার বিট কর্মকর্তাকে সরকারি কাজে বাঁধা,হেনস্তা ও প্রাণনাশের হুমকির সততা পেয়েছি।অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘটনার বিষয়ে শুনেছি,লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা