মফিজুর রহমান, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে চলতি মৌসুমে সাগরে ইলিশের প্রজনন চলাকালে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে নিবন্ধিত জেলেরা পেলেন চাল। বেকার সময়ে হতদরিদ্র অসহায় জনগোষ্ঠী এই সহায়তা পেয়ে মহাখুশি।
বুধবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নয় ওয়ার্ডের ১৭৩৬ জন জেলেদের মাঝে প্রায় ৫২:২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৬৫ দিন সাগরের জলসীমায় মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১৭৩৬ জন নিবন্ধিত কার্ড়ধারী এই কর্মসূচীর আওতায় প্রায় ৫২:২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
রাজাখালী ইউপির ৮ নং ওয়ার্ডের এম ইউ পি সাইফুল ইসলাম জানান, নয় ওয়ার্ডের নিদিষ্ট তালিকা মোতাবেক চাল বিতরণ করা হচ্ছে। মাতবরপাড়া ওয়ার্ডের জেলে মু. জামাল সহ কয়েকজন জেলে জানান নিষিদ্ধকালীন সময়ে উপজেলা মৎস্য অফিস থেকে খাদ্য সহায়তা পেয়ে থাকি। তাছাড়া নিষিদ্ধকালীন সময়ে আমরা (জেলেরা) সরকারি নিষেধাজ্ঞা মেনে চলি।
এ প্রসঙ্গে রাজাখালী ইউপি সচিব আল আমিন জানান, সরকারি সকল বিধিবিধান মেনে তালিকা তৈরি করে ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি জুবাইরের উপস্থিতিতে এ সকল খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের বলেন, রাজাখালী ইউনিয়নের নয় ওয়ার্ডে মোট ১৭৭৯ জন জেলে কার্ড়ধারী মধ্যে ১৭৩৬ জন বর্তমানে নিবন্ধিত রয়েছে। বাকি ৪৩ জনের অনেকেই ইন্তেকাল করেছেন এবং বিদেশ পাড়ি জমিয়েছেন। নয় ওয়ার্ডের ইউপি সদস্যের নিয়ে সুশৃঙ্খল ভাবে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করতেছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা