খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও চৌরাস্তা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, চতুর্থ ইউনিয়নের হযরত আলী (১৪) একজন প্রতিবন্ধী কিশোর। তার মা মোছা. বকুল বেগম অসহায় অবস্থায় সন্তানকে নিয়ে দিন পার করছেন।
হযরত আলীর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। ছেলের চিকিৎসা ও দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বকুল বেগম।
এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। যে কেউ তাদের সাহায্য করতে চাইলে সরাসরি যোগাযোগ করে ০১৭৮৩৮০১৯৪২ অর্থ সহায়তা পাঠাতে পারেন। এছাড়া কেউ চাইলে উল্লেখিত ঠিকানায় সরাসরি তাদের বাসায় গিয়েও সহায়তা করতে পারেন।
হযরত আলীর পরিবার আশা করছে, সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতায় তাদের এই কঠিন সময় পার করতে সহায়তা মিলবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা