পাবেল হাসান, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ -২ আসনে বিএনপি মনোনীত প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী আলী আকবর চৌধুরী বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। প্রবাসীদের নির্বাচনের বাইরে রেখে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। এ জন্য আমরা যা যা চেষ্টা করতে হয় করে যাব।
তিনি দিরাই ও শাল্লার বিপুল সংখ্যক লন্ডন প্রবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এইসব এলাকার মানুষের অনেকের জীবন মান উন্নয়ন হলেও অনেক এলাকায় শিক্ষা ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার অভাবে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রবাসীদের নিয়েই আমি আগামীতে এই এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই।
বিএনপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসীদের নানান বঞ্চনা ও হতাশার কথা শুনেন এবং বিএনপির পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে চেষ্টা করা হবে এমন প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দিরাই ও শাল্লাবাসী আলী আকবর চৌধুরী প্রতি এর মতো স্বজ্জন ও সমাসসেবীকে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।
দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি রুখে দাঁড়াবে জানিয়ে আলী আকবর চৌধুরী বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদের বিমানবন্দরসহ বিনিয়োগে সহযোগিতার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতা করা হবে। এবারের নির্বাচন তরুণদের মাধ্যমে জাতি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রবাসীদের বড় ভূমিকা ছিল, আগামীতেও সহযোগিতা করবেন এমন প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা