ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. সৈয়দ আমিনুল ইসলাম (সাজী)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের তারাগন পীর বাড়ির সন্তান।
গত ২৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রী যতদিন উক্ত পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন এ নিয়োগ আদেশ ততদিন কার্যকর থাকবে।
এদিকে, আখাউড়ার সন্তান এড. সাজি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এপিএস হওয়ায় আনন্দিত তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, সৈয়দ আমিনুল ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনোসাইড স্টাডিজ-এ পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে তিনি আইন পেশায় নিযুক্ত হন। ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি)।
ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা সৈয়দ আমিনুল ইসলাম সাজী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সহাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ আমিনুল ইসলাম বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আখাউড়া উপজেলা ছাত্রলীগের (ফারুক-রফিক) কমিটির সম্পাদক ছিলেন।
এ বিষয়ে আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বির বলেন, সৈয়দ আমিনুল ইসলাম সাজী প্রতিমন্ত্রীর এপিএস হওয়ায় আখাউড়াবাসী হিসেবে আমি আনন্দিত। সে অত্যন্ত মেধাবী ও সৎজন মানুষ। আশা করি তিনি এই দায়িত্ব মেধা প্রজ্ঞা দিয়ে সঠিকভাবে পালন করতে পারবেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বলেন, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা সাজীর সফলতায় আনন্দিত এবং গর্বিত৷ সাজী ভাইয়ের এই অর্জন ছাত্রলীগের অর্জন ও সফলতা।
জানতে চাইলে এড. সাজী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও প্রবাসীদের কল্যাণে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে প্রতিমন্ত্রী মহোদয়ের কাজকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবো। আমাকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এপিএস নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা