মীর আমান মিয়া লুমান, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি ২০২২ সালে অনুষ্টিত প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে।
একাডেমি সুত্রে জনা যায়, সরকারী বিধি মোতাবেক ৫ম শ্রেনীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মোট ২০ ভাগ অথাৎ একাডেমি থেকে ৭ জন বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারন বৃত্তি লাভ করে।
বৃত্তিপ্রাপ্তরা হলো, অর্পিতা দাস, তাহমিদ উদ্দিন, মুহতাসিন রহমান রিফাত, বুশরা বিনতে আসাদ, মো. সামিউল হাসান সামি, নিম্মি ঘোষ ও ইমতিয়াজ উদ্দিন আবির।
শিক্ষার্থীদের শতভাগ সফলতা অর্জনে একাডেমির প্রতিষ্টাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী ও একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমেদ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় একাডেমিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা করছি। ব্রিজ একাডেমিকে দেশের শীর্ষ স্থানীয় কলেজ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা