নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলাস্থ ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা, পুরস্কার বিতরন ও মিলাদ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় প্রধান শিক্ষক মো. বদিয়ার জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কুপতলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন। এ ছাড়াও পশ্চিম কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫৫ জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরন প্রদান করা হয়।
এ ছাড়াও- এ প্লাস (জিপিএ ৫) প্রাপ্ত শিক্ষার্থী মো. ইমতিয়াজ আহম্মেদ মোজাহিদ কে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও বার্ষিক মিলাদ উপলক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মো. আব্দুল ওয়ারেছ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন,সহকারী শিক্ষক মো. নয়া মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল জোব্বার আকন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা