কামরুল হাসান, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা এবং ৬৮ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকার পোল্ট্রি ওষুধ জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
সূত্রে জানা যায়, দোকানে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং অধিক দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা