কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়িতে কমল বাদশা (২১) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ফটিকছড়িতে ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার সংলগ্ন বিনাজুরি এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কমল বাদশা দিনমজুর। গত ৫ মাস পূর্বে বিয়ে করেন। ঘটনার দিন সকালে তার ভাড়া বাসায় স্ত্রীর ওড়না পেছানো অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ নিহতের স্ত্রী গত ১৫ দিন ধরে তার সাথে নেই৷ স্ত্রীকে তিনি বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। হয়তো অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা