কামরুল হাসান, ভুজপুর(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে ১৩ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সুয়াবিল ইনিয়নের পশ্চিম সুয়াবিল শোভনছড়ি বাজার সংলগ্ন বারমাসিয়া চা বাগান এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।
সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকরা খালের পাড়ে ঘাস কাটার সময় একটি অজগরটি দেখতে পায়, এসময় সাপটির পেট বড় দেখা যায়। ধারণা করা হচ্ছে সাপটি ছাগল খেয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, আশপাশের পাহাড় থেকে অজগরটি নেমে আসতে পারে। শোভনছড়ি বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। উনারা আসলে তাদের সহযোতায় সাপটিকে বনে অথবা পাহাড়ের ভেতরে অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা