মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : রোপা ও আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ফরিদপুর সদর উপজেলার ১৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ফরিদপুর সদর উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ কৃষকদের হাতে তুলে দেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধূরী।
এ সময় ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।
জানা যায়, ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২/২০২৪-২৫ মৌসুমের জন্য উপজেলার মোট ৯ ইউনিয়নের ১৯০০ কৃষকদের মাঝে এ সার ও ধানের বীজ বিতরণ করা হয়।
এদিকে বিনামূল্যে সার ও বীজ পেয়ে ধানের আবাদ ভালোভাবে করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপকারভোগীরা। একই সাথে ফলনও ভালো হবে বলে প্রত্যাশা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা