মো. মাহফুজুর রহমান বিপ্লব, (ফরিদপুর) : ফরিদপুরে 'নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস তামান্না তাসনীম, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি'র অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।
এতে বক্তব্য রাখেন- ডিইএমও এর সহকারি পরিচালক মো. রেজাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোহাম্মদ নইম, 'রাসিন'-এর নির্বাহী পরিচালক মিসেস আসমা আক্তার মুক্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া সৌদি প্রবাসী মো. মিজানুর রহমান ও কাতার প্রবাসী রবিউল ইসলাম তাদের প্রবাসকালীন অভিজ্ঞতা শেয়ার করে বক্তৃতা দেন।
এতে প্রশিক্ষণার্থীদের সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া, বিদেশে গিয়ে তাদের প্রবাস জীবনের কষ্টার্জিত টাকা হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাতে অনুরোধ করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা