ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরের আলীপুরে অবস্থিত পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটি বাতিল, অবৈধভাবে বাতিলকৃত সাধারণ সদস্যদের সদস্য পদ পুনর্বহাল, জুলুম ও অন্যায়ভাবে বিতাড়িত কর্মী-কর্মকর্তাদের চাকরিতে ফিরিয়ে দেয়ার দাবিতে রোববার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর শহরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
এই কর্মসূচিতে প্রায় শতাধিক কর্মকর্তা, কর্মচারী, সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন এবং সমিতির দুর্নীতির বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাব্বির আহমেদ, সমিতির সাবেক পরিচালক কুদ্দুস মোল্লা, সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জুবায়ের স্বপন, সাবেক জোনাল ম্যানেজার ইছাহক সরদার, সাবেক ম্যানেজার প্রশাসন শ্যামল বিশ্বাস, সাবেক অডিট ম্যানেজার মজিবুর রহমান জামাল, সাবেক মাঠ কর্মকর্তা পাপিয়া আমিন প্রমুখ।
এ সময় স্থানীয় সেনাবাহিনী প্রতিনিধিদল ও পুলিশ এর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করলে তারা ফিরে যান। এ সংবাদ লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা