মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: ফরিদপুরে বসত বাড়িতে রেক্টিফাইড স্পিরিট, পানি, রঙ ও এসেন্স মিশিয়ে তৈরি করা হত ভেজাল বিদেশি মদ। এ মদ তৈরির নকল উপকরণসহ চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃত তিন ব্যক্তি হলেন- ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার মৃত মজিদ জমাদ্দারের ছেলে আবুল হোসেন (৫০), শহরের বিল মাহমুদপুর পূর্বমল্লিক ডাঙ্গী এলাকার মৃত হোসেন মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদর উপজেলার সদরদী এলাকার ইমান আলী সেখের ছেলে আতিয়ার শেখ (৩৬)।এদের মধ্যে আবুল হোসেন এ চক্রের মূলহোতা। অন্য দুজন তার সহযোগী বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এর আগে শুক্রবার বিকেলে ফরিদপুর শহরতলির মুন্সীবাজার বাইপাস সড়ক ও সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি এবং বিক্রি চক্রের মূলহোতা আবুল হোসেন ও তার সহযোগী হাফিজুল ইসলামকে ১০ বোতল নকল মদসহ গ্রেপ্তার করা হয়। পরে আবুলের দেয়া তথ্যমতে ওইদিন রাতে অভিযান চালিয়ে জেলা সদরদী গ্রামের আতিয়ারের বাড়ি থেকে তিন লিটার নকল মদ, ৩১ রেক্টিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সিপি ওকাপসহ আনুষঙ্গিক উপকরণ জব্দ ও আতিয়ার শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল ও আতিয়ার জানায়, আতিয়ারের বাড়িতেরেক্টিফাইড স্পিরিট ,পানি, রং এবং এসেন্স মিশিয়ে ভেজাল মদ তৈরি করা হয়। মদ তৈরির জন্য প্রয়োজনীয় স্পিরিট, পুরোনো মদের বোতল, সিপি, রং, এসেন্স সবই ঢাকা থেকে কুরিয়ারে আসে ।তারপর সেই উপকরণ আবুলের সহযোগিতায় পৌঁছে যায় সদরদী মোল্লাপাড়া এলাকায় আতিয়ার শেখের বাড়িতে।সেখানে উৎপাদিত বিভিন্ন ব্যান্ডের নকল বিলাতি মদ আবুল, আতিয়ার, পাঁচুর মাধ্যমে ফরিদপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখ চক্রটি নকল মদ তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করার পরিকল্পনা করছিল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।