
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও দৈনিক যায়যায়কালের জেলা সংবাদদাতা মো. সাজ্জাদ হোসেন (৩৫)-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তার স্ত্রী যায়যায়কালকে বলেন, ‘আমার স্বামী সত্যের পক্ষে থাকায়, সত্য কথা বলা ও লেখার কারণে তার ওপর এই হামলার ঘটনা ঘটেছে। আমার স্বামীর দুই হাত ও পায়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে। যারা এ হামলার সঙ্গে জড়িত আমি তার বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা আউয়াল মিয়ার ছেলে সজিব মিয়া ও রাজিব মিয়াসহ ৭-৮ মিলে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে সাজ্জাদ হোসেনের স্ত্রী জানান।
উল্লেখ্য, এর আগে গত ৭ জানুয়ারি জিল্লুর রহমান রাসেল নামে ফরিদপুর শহরের এক আওয়ামী লীগ নেতা দলবল নিয়ে সাজ্জাদ হোসেনের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা