

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুর কোতয়ালী থানা জামে মসজিদ ও দ্বিতল অফিস ভবনের শুভ উদ্বোধনসহ ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর কোতয়ালী থানা প্রাঙ্গনে ,ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ট্রাস্ট কর্তৃক নির্মিত জামে মসজিদ, দ্বিতল অফিস ও ব্যারাক ভবন-২ এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর অটো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
এ সময় কোতয়ালী থানা প্রাঙ্গণে অফিস ও ব্যারাক ভবন-২, নবনির্মিত কোতয়ালী থানা জামে মসজিদ ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। এরপর কোতায়ালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।
কোতায়ালী থানা ইনচার্জ মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহা, , সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক খাঁন, মো: নজরুল ইসলাম, সভাপতি, চেম্বার অব কমার্স, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা