মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কবি জসীমউদ্ দীন হলে জেলা প্রশাসনের উদ্যোগে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রামানন্দ পাল। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারমম্যান সামচুল আলম চৌধুরী, আরডিসি দীপজন মিত্র, অধধ্যাপক মো. শাজাহান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষ যেন হয়রানিমুক্ত ভূমি সেবা পেতে পারে তা নিশ্চিত করতে হবে। আমরা সব ধরণের অনিয়ম দূর করে সেবা দিতে চাই। এজন্য সেবাগ্রহিতাকে সচেতন হতে হবে।সেবা পাওয়া গ্রহিতার অধিকার। সে অধিকার বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে সেবা প্রদান করা সম্ভব।
পরে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা