

জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হান্নান বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। হান্নান বিশ্বাস পেশায় একজন দর্জি।
বুধবার (২৫ অক্টোবর ) সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় নিপীড়নের শিকার শিশুটির মা বাদী হয়ে থানায় যৌন নিপীড়ন এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলজুড়ী বাজারের কাছে গোল্ডেন প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বুধবার সকালের দিকে তেলজুড়ী পুরাতন বাজারে দর্জি হান্নান বিশ্বাসের দোকানে একটি পোশাক সেলাই করতে যায়।
এ সময় নানা প্রলোভন দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করে ওই ব্যক্তি শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধারসহ অভিযুক্তকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে ওই বৃদ্ধ।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন নিপীড়নের অভিযোগে হান্নান বিশ্বাস নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যায়যায়কাল/২৬অক্টো/দীপু
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা