মোহাম্মদ সাজাদ হোসেন, ফরিদপুর: ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এ কে আজাদ ( আবুল কালাম আজাদ) এর মাধ্যমে ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসন ও সন্ত্রাসীদের পুনর্বাসন চেষ্টা করার প্রতিবাদে ফরিদপুর মহানগর ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় শহরের রাজেন্দ্র কলেজ প্রঙ্গন থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদর্শন করেন। পরে এক জনসভার আয়োজন করেন ছাত্রদল।
উক্ত জনসভা উপস্থিত ছাত্রদলের নেতারা বলেন, দেশজুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন গণগ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে, ঠিক তখনই ফরিদপুরে এক ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। প্রকাশ্যে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তার কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে নেমে গনসংযোগ অব্যাহত রেখেছেন। এখানে ছাত্রলীগ, যুবলীগ এর পলাতক আসামিরা ওপেনে তার প্রচারে অংশগ্রহণ করতেছে। এতে ফরিদপুরবাসী আতঙ্কে আছেন। ভবিষ্যতে যারা পলাতক আছেন তারাও চলে আসবেন সবাই এটি দিবালোকের মতো এখন পরিষ্কার। এবং গণসংযোগ নামে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কথা বিভিন্ন মাধ্যমে প্রচার করছে চলছে।
ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য একে আজাদকে উদ্দেশ্য করে বলেন, এই ফরিদপুরে মাটিতে আর কোনো আওয়ামী লীগের দোসরের জায়গায় হবে না। কেউ যদি আওয়ামী সহ তাদের সন্ত্রাসী বাহিনীকে পুনর্বাসন করার দুঃসাহসিকতা দেখায় তার বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সভায় আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা