ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: ফরিদপুর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকার শুক্রবার বিকালে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান সরকার জনগণ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন । তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতায় উপজেলা উন্নয়ন করতে চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পুংগলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান , সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুল আলম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম মুরাদ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ হাফিজ সরকার, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা