ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার আলিপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করেছে।
অভিযানে অবৈধ অস্ত্রসহ মাসুদুর রহমান সবুজ (৩৯) কে আটক করা হয়।
শনিবার ভোর আনুমানিক ০২৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আলিপুর গ্রামের মাসুদুর রহমান সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।
উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।”
অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা