সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চলে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৬ দিনের কর্মসূচি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এর অংশ হিসেবে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত হয়।

সোমবার সকালে ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে বিতর্ক প্রতিযোগিতা, সাইকেল প্রতিযোগিতা, জীবন কথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চর এলাকায় কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে নারী ও কন্যা শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানের অংশ হিসাবে টেংরাকান্দি বাজার সংলগ্ন কিশোরীদের সাইকেল প্রতিযোগিতা ও ফজলুপুরের টিক্কার বাজারে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন’র পরিচালনায় ও নারীদলের সভাপ্রধান হামিদা বেগম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ির জয়িতা জয়ী বিথি বেগম, সদস্য মর্জিনা বেগম, রওশনারা বেগম, শুকজান বেগম, মোরশেদা বেগম প্রমুখ। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ক্রিয়া প্রকল্পের বিভিন্ন দলের সদস্য (নারী দল, পুরুষ দল, কিশোর-কিশোরীদল, যুবদল), সুশিল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের কর্মীবৃন্দ।

জয়িতা জয়ী বিথি বেগম বলেন, আমি একদিনে জয়িতা জয়ী হইনি এর পিছনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। সংগ্রাম কওে আগে নিজের জীবনের পরিবর্তন ঘটিয়েছি তার পর সমাজের নারী ও মেয়েদের জীবনমান উন্নয়নে কাজ করছি। এখন এলাকার সবাই আমাকে চেনে, জানে এবং সম্মান করে। যেখানেই কোন নারী বা কিশোরী সহিংসতার শিকার হয় আমি সেখানে আমার দলের সদস্যদের নিয়ে যাই এবং সমাধানের চেষ্টা করি ও প্রয়োজনে প্রশাসনের সহায়তা গ্রহণ করি। এ জন্যই আমি ২০১৫ সালে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী এই ক্যাটাগরীতে ফুলছড়ি উপজেলায় জয়িতা জয়ী হই। তিনি তার বক্তব্যে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সকল নারীদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে সহিংসতা প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ নানা জনসচেতনতা মূলক বার্তা তুলে ধরেন এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের আহবান জানান।

এছাড়াও একই দিনে নানা কর্মসূচির মধ্যদিয়ে ফজলুপুর ইউনিয়নের টিক্কার বাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ