মো. আরিফুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আতাউর রহমান শেখ সভাপতি এবং আহম্মদ আলী পোদ্দার রতন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়(পাইলট)মাঠে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীর সরব উপস্থিতিতে সোমবার বিকেল ৪ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
সোমবার ২১ নভেম্বর বিকাল ৪ টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) মাঠে উক্ত সম্মেলনে উদ্বোধক জনাব আলহাজ্ব জাফর আলী কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক এমপি ও চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম এর অনুপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাখওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত)বাংলাদেশ আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো. আতাউর রহমান শেখে'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)নুরুল হুদা মিয়া দুলালের অনুপস্থিতিতে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও উপজেলা চেয়ারম্যান,সদর উপজেলা কুড়িগ্রাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা,উপজেলা ও সকল ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থক।
এর পর রাতে উপজেলা ডাকবাংলোতে সম্মেলনের প্রধান অতিথি মো. শাখাওয়াত হোসেন শফিক কাউন্সিল অধিবেশনে আগামী ৩ বছরের জন্য বর্তমান সভাপতি আতাউর রহমান শেখকে সভাপতি এবং সবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতনকে সাধারন সম্পাদক হিসেবে নাম উল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করেন এবং নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ২০ দিনের মধ্যে পর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা