মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকায় পাহাড় কেটে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল মামুন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে একজনকে এক লক্ষ টাকা জরিমান ও পাহাড় কেটে তৈরি করা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার জানান, পাহাড় কাটা একটি শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ও ভুমি ব্যবস্থাপনা আইনের বিভিন্ন ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পরিবেশবাদীরা বলছেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পাহাড় কাটা ও দখলদারিত্ব রোধ সম্ভব।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা