
কবির হোসেন, টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলন ও অরাজকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। যারা এ দেশের মানুষের কাছে ধিকৃত, যারা ফ্যাসিবাদী আচরণের কারণে পালিয়ে আছে—তারা দূর থেকে এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার বিভিন্ন চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম করবে—এটাই স্বাভাবিক। বর্তমানে পাশ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চলছে, তা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। জনগণ এসব কর্মকাণ্ড মোটেও ভালোভাবে গ্রহণ করছে না। তাদের মধ্যে সামান্যতম অনুতাপও নেই।
তিনি আরও বলেন, অতীতে তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে। দেশবাসী এখন সচেতন আছে- কোনোভাবেই যাতে এ দেশে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে।’
টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
বারোটি দলের অংশগ্রহণে এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী খেলায় মাঠে নামে সৈয়দ জালাল ক্লাব এবং টাঙ্গাইল টাইগারস ক্রিকেট একাডেমি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা