সামিউল আলীম, বগুড়া: বগুড়ায় একসাথে চারজন মেয়ে নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া ডক্টরস ক্লিনিক ইউনিট-২ এ অনন্যা মদক ও রতন মদক দম্পতির কোল জুড়ে আসে এক চার নবজাতক। গাইনী বিশেষজ্ঞ ডা: চিত্রলেখা কুন্ডু কর্তৃক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুগুলির জন্ম হয়। অনন্যা মদক ও রতন মদক দম্পতি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
চারজন নবজাতকদের মধ্যে ২ জন সম্পূর্ণ সুস্থ থাকলেও ওজন সল্পতায় ২ জন রয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
এ ঘটনায় গাইনি বিশেষজ্ঞ ডা: চিত্রলেখা কুন্ডু জানান, আল্ট্রাসনোগ্রামে আগে থেকেই জানা ছিলো চারটা বাচ্চা রয়েছে গর্ভে। আমরা বিশেষ সতর্কতার সাথে সিজার অপারেশন এর মাধ্যমে চারটা বাচ্চাকেই বের করি এবং তারা সুস্থ আছে। তবে ওজন সল্পতায় দুইটা বাচ্চা চিকিৎসাধীন আছে।
অপরদিকে চারটি বাচ্চা একসাথে জন্মগ্রহণ করায় খুশি অন্যানা, রতনের পরিবার। তবে চারটি বাচ্চা একসাথে লালন-পালন করা কঠিন জানিয়ে সরকার এর কাছে আর্থিক সহায়তাও চেয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা