

সামিউল আলীম, বগুড়া : বগুড়ায় রাস্তা থেকে উঠিয়ে নিয়ে বাবর আলী নামে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার রাতে শহরের ফুলবাড়ি বারুণী মেলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ব্রিজের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান সকালে ব্রীজের উপর গলাকাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, পরে পুলিশকে ফোন দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে। বাবর আলী শহড়ের চক আকাশতাঁরা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
এ ঘটনায় তার পরিবার জানায়,বাবর আলী প্রতিদিনের মতো দোকান শেষ করে বাড়ি ফিরছিলেন, এ সময় ১০-১৫ জন লোক তাকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করে, যাদের প্রত্যেকের মুখ ঢাকা অবস্থায় ছিলো।
এ ঘটনায় নারুলি পুলিশ ফাঁড়ির উপকারিদর্শক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উঠিয়ে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মর্গ থেকে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা