সামিউল আলিম, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় মাটির দেয়াল চাপায় আক্কাছ আলী(৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আক্কাছ আলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষ্ট্র গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে।
স্বজনরা জানান, রোববার সকালে একই গ্রামের আনোয়ার হোসেন নামে একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করতে গিয়েছিলেন আক্কাছ আলী। কাজ করার একপর্যায়ে মাটির দেয়াল ভেঙে পড়লে আক্কাছ আলী ও আনোয়ার হোসেন নামে আরো একজন চাপা পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন। তবে আনোয়ার হোসেন শঙ্কামুক্ত আছেন বলে জানান তারা।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা