বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে সুদের ব্যবসা পরিচালনা ও একাধিক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বগুড়া বিসিক শিল্পনগরীর উত্তরা মেটাল নামক প্রতিষ্ঠানের শিল্প উদ্যোক্তা আব্দুল জলিল ভূঁইয়া, সাইদুর রহমান, নাহিদ হাসান ও মতিউর রহমান অভিযোগ করেছেন, ওয়ান ব্যাংক পিএলসি বগুড়া শাখার অপারেশন ম্যানেজার মাহবুব আলম তাদের কাছ থেকে উচ্চ সুদে টাকা আদায় করেন এবং পরবর্তীতে পাওনা টাকা চাওয়ার অজুহাতে একজন উদ্যোক্তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগীরা জানান, ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়ায় নানা জটিলতা ও সময়ক্ষেপণের অজুহাতে মাহবুব আলম ব্যক্তিগতভাবে উচ্চ সুদে টাকা ধার দেওয়ার প্রস্তাব দেন। তারা বাধ্য হয়ে ওই প্রস্তাব গ্রহণ করলে বিভিন্ন সময় মাহবুব আলম ২৩ লাখ টাকা সুদের বিনিময়ে প্রদান করেন। তবে পরবর্তীতে তারা সুদসহ ৩০ লাখ টাকা পরিশোধ করলেও অতিরিক্ত সুদের দাবিতে পুনরায় চাপ দিতে থাকেন তিনি। এমনকি স্থানীয় শিল্প মালিক সমিতির সভাপতির উপস্থিতিতে একটি চুক্তিও সম্পাদিত হয়।
অভিযোগে আরও বলা হয়, চাহিদামতো টাকা না পেয়ে একপর্যায়ে মাহবুব আলম ভাড়াটে সন্ত্রাসী দ্বারা উদ্যোক্তা আব্দুল জলিল ভূঁইয়ার ওপর হামলার পরিকল্পনা করেন এবং অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেন। থানায় মৌখিক অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
এছাড়া মাহবুব আলম দীর্ঘদিন ধরে একই শাখায় কর্মরত থেকে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চাকরির প্রলোভনে চেক নিয়ে হয়রানি এবং সুদের ব্যবসার একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছেন বলেও দাবি করেন অভিযোগকারীরা।
অভিযোগের বিষয়ে মাহবুব আলম বলেন, “তাদের সাথে পূর্বপরিচয়ের সূত্রে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করেছি। আমি ব্যাংক থেকে আমার নামে ঋণ নিয়ে তাদের দিয়েছি। এখন তারা টাকা ফেরত না দিয়ে আমার ক্ষতি করছে। এতে আমাকেই ব্যাংকে টাকা ও সুদের বোঝা বহন করতে হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার উপপরিচালক মোঃ হাসান চৌধুরী জানান, আমরা অভিযোগটি পেয়েছি, তাদেরকে প্রমাণস্বরূপ বিশেষ কিছু কাগজপত্র দেয়ার কথা বলা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা