মো. ইউসুফ আলী, নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় এক বৃদ্ধ মুদি দোকানদারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ রোববার রাতে কাহালু উপজেলার লহরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সকালে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম আব্দুল বাছেদ। তিনি ওই এলাকার মৃত বসারাতুউল্লাহর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাত ৯টার দিকে খাওয়া দাওয়া শেষ করে নিজ বাড়ির সামনেই রাস্তার পাশে একটি মুদি দোকানের মধ্যে ঘুমিয়ে পড়েন আব্দুল বাছেদ। রাতে দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে বাছেদকে গলা কেটে হত্যা করে। এছাড়াও বাছেদের গলায় রশি দিয়ে পেঁচিয়ে এবং দুই পায়ের রগ কেটে দেয় তারা। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের ধরতে কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা