মো. ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নতুন কর্মসূচি অনুযায়ী শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরের পর থেকেই বগুড়াতে বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো থাকেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপর মিছিল নিয়ে সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।
শহরের সবগুলো সড়ক দিয়ে মিছিল আসছে এখানে। শিক্ষার্থীদের সাথে সাতমাথায় সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়।
শহরের জলেশ্বরীতলার দিকে থেকে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও মিছিলে আসতে দেখা গেছে। শহরের বড়গোলা দিকে থেকে বিশাল একটি মিছিল এসে সাতমাথায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শহরের এই প্রাণকেন্দ্রে অবস্থান নেয়া শিক্ষার্থীরা সাতমাথামুখি সকল যানবাহন চলাচল আটকে দিচ্ছে। এতে শহরের জরুরি প্রয়োজনে আসা অনেক মানুষ বিড়ম্বণায় পড়েন। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথায় মিছিল নিয়ে আসলেও তাদের কোন বাধা দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে তাদের সাতমাথা কেন্দ্রীক বিভিন্ন সড়কের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। কিন্তু পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটলে এক পর্যাযে সাতমাথা এলাকায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা