সামিউল আলীম, বগুড়া: বগুড়ায় সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহড় শাখা।
বুধবার শহরের টিএমএসএস মার্কেট অডিটোরিয়ামে ইফতার মাহফিলের এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বগুড়ার প্রিন্টা-ইলেকট্রনিক মিডিয়াসহ স্থানীয় পত্র-পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ইফতারের আগে এক বক্তব্যতে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, দেশ স্বাধীনতার ৫৩ বছর পার করেছে এরপরও গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াইয়ের পাশাপাশি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করতে হয়। জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষের জীবন দিয়েছেন, লাখ মানুষের রক্তের বিনিময়ে এখনও কি আমরা সেই সমাজ পেয়েছি? সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সমাজ থেকে এগুলো বন্ধ হয়নি। এগুলো বন্ধ করতে হলে ইনসাফের সমাজ প্রতিষ্ঠা জন্য ইসলামের বিকল্প নেই বলেন মন্তব্য করেন তিনি।
এছাড়াও ইসলাম প্রতিষ্ঠা হলে মেয়েদের জন্য স্কুল, কলেজ, বিশ্বাবিদ্যালয়, মেডিকেল কলেজ থাকার পাশাপাশি চাকরি ক্ষেত্রে মেয়েরা বিসিএস, আর্মি ও পুলিশ অফিসারসহ ইচ্ছে মতোন পেশা বেঁছে নিতে পারবেন বলে জানান রফিকুল ইসলাম খান৷ পাশাপাশি বাংলাদেশ ইসলামি রাষ্ট্র হলে অমুসলিম নাগরিকেরা সমান অধিকার পাবেন এছাড়াও ইসলামি রাষ্ট্রে কেউ বেকার থাকবেনা বলে মন্তব্য করেন তিনি৷ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা