মো. মেহেদী হাসান, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে স্থানীয় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে নয় মাইল হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল হোসেনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সাংবাদিক রেজওয়ানুল হক শাহীন (৩৮) জাতীয় দৈনিক নাগরিক ভাবনায় বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
শাহজাহানপুর থানাধীন নয় মাইল শিলামুনি হাইওয়ে হোটেলে মাদক বিক্রির সময় শাহজাহানপুর থানা পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেন, সেই সূত্রে বিভিন্ন হাইওয়ে হোটেলে কিছুদিন পূর্বে তার ব্যক্তিগত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল। বর্তমানে হাইওয়ে হোটেল গুলোতে চলছে মাদকের রমরমা ব্যবসা। সেখানে কাহারো প্রতিষ্ঠান বা কাহারো নাম উল্লেখ করে নাই কিন্তু এরই জেরে নয় মাইলে হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল হোসেন (৫০) পিতা: মৃত: মোজাম্মেল হক, সাং-বামুনিয়া মন্ডলপাড়া, সাংবাদিক রেজওয়ানুল হক শাহীন (৩৮) পিতা: মোঃ আনছার আলী জোয়ারদার, সাং- নগর আমরুল জোয়ারদারপাড়া, ইউনিয়ন: আমরুল, জেলা: বগুড়া। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর ১৩/০৩/২০২৫ ইং তারিখে বিকেল আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় নয় মাইল বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার ছবি এবং ভিডিও তথ্য সংগ্রহ করতে গেলে তাজুল ইসলাম বেলাল হোসেন তাকে পথরোধ করে। এবং ভবিষ্যতে হাইওয়ে হোটেল মাদক বিক্রির বিষয়ে পত্রিকা বা ফেসবুকে লেখালেখি হলে তাকে অপহরণ করিয়া হত্যা করিবে মর্মে হুমকি দেয়। মিথ্যে মামলায় নাম দিবে, তার পরিবারসহ তাকে এলাকাছাড়া করিবে এবং জেলে দিবে বলিয়া ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। একই তারিখে সন্ধ্যা অনুমান ০৭.০৫ ঘটিকার সময় সে নয় মাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুরগির ব্যবসায়ী আরিফুল এর দোকানে বসে ছিল। এমন সময় উক্ত বিবাদী সহ অজ্ঞাত ২/৩ জন তার শার্টের কলার ধরে এবং সে কিছু বুঝে ওঠার আগেই তাকে কিল ঘুষি মারিতে থাকে। তার সঙ্গে এমন আচরণের বিষয়ে বিবাদীকে জিজ্ঞাসা করিলে বিবাদী তাকে বলে যে, সাংবাদিকতা ছেড়ে দিবি কিনা বল, নয়তো মেরে ফেলবো বলিয়া দোকানের মধ্যে তাকে প্রায় ৩০ মিনিট আটকিয়ে রাখে। হাইওয়ে হোটেলে বিষয়ে পত্রিকা বা ফেসবুকে ও লিখেছিস বলিয়া হত্যার উদ্দেশ্যে তার বুকের ডান পাশে লোহা জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করা সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া ছিলা ফোলা জখম করে। তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে, বিবাদীদয় পুনরায় তাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
এ বিষয়ে হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল হোসেন কে তার মুঠো ফোনে ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন দিয়েও কোন মন্তব্য পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা