মো. দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোস্তম আলী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার-১৪২৬ প্রাপ্তিতে ছাদ কৃষিতে সিরাজগঞ্জ গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি হল রুমে ছাদ কৃষিতে সিরাজগঞ্জ গ্রুপের আয়োজনে গ্রুপের সকল সদস্য বৃন্দরা কৃষিবিদ রোস্তম আলী কে গলায় মালা দিয়ে সংবর্ধনা দেইয়া হয়।
বাংলাদেশের গণমানুষের উন্নয়নের সপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি সম্প্রসারণের অবদানের মাধ্যমে কৃষি উন্নয়নে মো. রোস্তম আলী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশ গড়ার প্রচেষ্টায় এই কৃতিত্বপুর্ন অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি ব্রোঞ্জপদক পুরষ্কার ভূষিত হয়েছেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মো. বদিউজ্জামান, মো. এমরান হোসেন খাঁন, মো. মোতাহার হোসেন, মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং কৃষিবিদ রোস্তম আলীর সহধর্মিণী শাহনাজ পারভীন সুইটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ ছাদ কৃষি গ্রুপের এডমিট প্যানেলর মো. রাসেল রহমান। সমাপনী বক্তব্য রাকেন কৃষিবিদ রোস্তম আলী।
অনুষ্ঠানে নাজমা ইয়াসমিন, অনন্যা সাহা সুচি, সানিত, সুমি সাহা, ফাতেমা আক্তার সীমা বলেন, সিরাজগঞ্জের কর্মরত কৃষিবিদ রোস্তম আলী স্যার বঙ্গবন্ধু জাতীয় পুরষ্কার প্রাপ্তিতে আমারা অনেক আনন্দিত। এটা সিরাজগঞ্জ বাসীর গর্ব। রোস্তম আমাদের ছাদ কৃষিতে অনেক সহযোগীতা করেছেন। তিনি অফিসের পাশাপাশি যে পরিশ্রম ছাদ বাগানে দেন আমাদের প্রত্যাশা আরও এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা