বাবুল খান মুন্না, সিলেট : বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ওসমানী জাদুঘর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলঅআয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান রোববার সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ ওসমানী জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
তিনি বলেন, আগামী বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী আরো বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ গ্রন্হাগার অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক দিলিপ কুমার, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল সিলেটের স্পেশাল পিপি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র সাংবাদিক, লেখক, ওসমানী গবেষক ও বহুগ্রন্হ প্রণেতা মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
ওসমানী জাদুঘর উদ্যোগে সহকারীকীপার মো. আমিনুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচলনা করেন নয়াখুরুম জামে মসজিদের ইমাম হাফিজ মো, হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা’র সিলেটের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আশিকুর রহমান রানা, দৈনিক অগ্নি শিখা’র সিলেট ব্যুারো সাংবাদিক বাবুল মুন্না, দৈনিক লাল-সবুজের দেশ সাংবাদিক মো. ফখর উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার স্বার্থে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র বর্ণাঢ্য জীবনী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা