খাইরুল হাসান: আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও প্রখ্যাত রাজনীতিবিদ বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী।
১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানী সর্বাধিনায়ক হিসেবে মুক্তিকামী বাঙালির সশস্ত্র সংগ্রামকে সুসংগঠিত করেন এবং কৌশলগত নেতৃত্বের মাধ্যমে বিজয় অর্জনে অনন্য ভূমিকা রাখেন। তাঁর অসামান্য অবদানের জন্য তিনি জাতির কাছে ‘বঙ্গবীর’ উপাধিতে ভূষিত হন।
রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রগঠনে অবদান রাখেন।
জাতির এই মহান বীর সন্তানকে জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো দেশ। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অবদান চিরকাল জাতির অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা