যায়যায়কাল প্রতিবেদক: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের দায়ে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার ভোরে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে বানৌজা খালিদ বিন ওয়ালিদ ট্রলার দুটি জব্দ করে। পরে আটক ট্রলার দুটিকে মোংলার দিগরাজের নৌঘাঁটির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ট্রলার দুটিতে থাকা বিপুল পরিমাণ মাছ নিলামে বিক্রি করা হবে। এরপর আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান আটকের খবর নিশ্চিত করেছেন এবং বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা