হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৩৪ টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিলো উৎসবের আমেজ। বিকেল থেকে উপজেলার বিভিন্ন ঘাটে চোখের জলে দেবী দুর্গাকে বিসর্জন দেন ভক্তরা।
দুর্গাপূজার শেষ দিনে রোববার থানা পুলিশ, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস সদস্য ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার দাসেরবাজার, তালিমপুর, নিজবাহাদুর, বড়লেখা সদর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন ঘাটে ঢাক-ঢোল, বাদ্য-বাজনা আর আরতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। প্রতিটি বিসর্জনস্থলে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, এবারের শারদীয় দুর্গাপূজায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যে বড়লেখায় উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দুর্গাপূজা সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিধানসহ সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বড়লেখার শারদীয় দুর্গাপূজা আমরা পালন করতে পেরেছি। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, থানা পুলিশ, আনসার বাহিনী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানান।
এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনীন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা