হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. সফিক উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
সফিক উদ্দিন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে যান। জীবদ্দশায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বড়লেখা উপজেলার সাবেক কামান্ডার পদে দায়িত্ব পালন করেন।
বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) ও বড়লেখা পৌর প্রশাসক মো. আসলাম সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। পরে সুড়িকান্দি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা