এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর মহল্লায় মৃত আহলু মিয়ার বড় ছেলে ফকির মিয়া (৫৬) ও মেজ ছেলে গাজী মিয়া (৫০) ১০ মিনিটের ব্যবধানে ২ সহোদর ভাই মৃত্যু বরণ করেছেন। সোমবার সন্ধায় তারা মৃত্যু বরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ফকির মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন।
তার মেজ ভাই গাজী মিয়া এই মৃত্যুর খবর শুনে ১০ মিনিট পরেই হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ফকির মিয়া এক কন্যা এবং গাজী মিয়া এক পুত্র, এক কন্যা সহবহু গুণাগ্রহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহোদর ভাইয়ের জানাযা নামাজ শেষে দক্ষিণ কালিনগর কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা